রাজ্যের খবর

Chandrakona: চন্দ্রকোনার জঙ্গলে দেখা মিলল ‘সূর্যশিশির’-এর, কী এর বিশেষত্ব?

উদ্ভিদটি আঠালো ফাঁদওয়ালা মাংসাশী উদ্ভিদ।

সুমন মন্ডল, ঘাটাল: চন্দ্রকোনার জঙ্গলে দেখা মিলল সূর্যশিশির উদ্ভিদের,সূর্যশিশির এক প্রকার মাংসাশী উদ্ভিদ। সূর্যশিশিরের পাতাগুলো ছোট আর গোলাকার। এ উদ্ভিদটি আঠালো ফাঁদওয়ালা মাংসাশী উদ্ভিদ।মূলত স্যাঁতসেঁতে শুষ্ক জায়গায় এই উদ্ভিদের দেখতে পাওয়া জায়। আকারে ছোট লাল রঙের এই উদ্ভিদের দেখা মিলল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার হুড়হুড়িয়ার জঙ্গলে।

শীতের সময় পিকনিকের জন্য ভিড় জমে এই জঙ্গলে পর্যটকদের এই উদ্ভিদ দেখানোর জন্য সুরক্ষিত করে রাখতে নজর রাখছে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। মাছি ও অন্যান্য পোকামাকড় শিশির বিন্দু আর সুগন্ধে আকৃষ্ট হয়ে উদ্ভিদের কাছে চলে আসে। কিন্তু পোকা গাছটির পাতার ওপর নামা মাত্রই পোকা উদ্ভিদের পাতার মধ্যে তরল পদার্থে আটকে যায়। তবে মানুষের আতঙ্কের কোনো কারণ নেই জানালেন বিজ্ঞান বিভাগের শিক্ষক।

Related Articles