রাজ্যের খবর
Trending

ফের ঝড়ের পূর্বাভাস উত্তরবঙ্গে, সিঁদুরে মেঘ দেখছে বিপর্যস্ত জলপাইগুড়ি

Storm forecast again in North Bengal

The Truth of Bengal: আবারও ঝড়ের পূর্বাভাস জলপাইগুড়িতে। সোমবার ফের ঝড়ের আশঙ্কা করছে উত্তরবঙ্গ। শুধু তাই নয়, ভিজতে পারে দক্ষিণবঙ্গও। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতায় আতঙ্কে কাঁটা জলপাইগুড়ির বিপর্যয় বিধ্বস্তরা।

এখনও রবিবারের ঝড়ের দাপটে প্রায় সর্বস্বান্ত জলপাইগুড়ির ময়নাগুড়ির বহু বাসিন্দা। তারই মাঝে ফের সোমবারও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আর এই আশঙ্কা বাণীতে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ।

রবিবার রাত জেগে জলপাইগুড়ির পরিস্থিতি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলেন। জলপাইগুড়ি, ময়নাগুড়ির যে যে এলাকা রবিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সব জায়গায় রাতেই গিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে খতিয়ে দেখেছেন। রাজ্যপাল ইতিমধ্যেই পৌঁছে গেছেন জলপাইগুড়িতে।

Related Articles