ছাত্রীদের তৈরি ভেষজ আবিরে বিদ্যালয়ে পালন বসন্ত উৎসব
Spring festival celebrated in school

Truth Of Bengal: বীরভূম জেলার সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা বসন্ত উৎসব পালন করল নিজেদের হাতে তৈরি আবির দিয়ে। অ্যালোভেরা, কাঁচা হলুদ, নানা ফুল ও ফল থেকে রং সংগ্রহ করে, তা দিয়ে আবির তৈরি করে রঙিন হল পড়ুয়ারা।
বাদ গেলেন না শিক্ষিকারাও। ছাত্রীরা রং মাখালেন তাঁদেরও। পাশাপাশি এদিন ছাত্রী ও শিক্ষিকারাও দিলেন কেমিক্যাল রং ব্যবহার না করার বার্তাও। জানালেন, কেমিক্যাল রং ব্যবহার করলে চর্মরোগ-সহ নানা অসুখ হতে পারে।
বলা বাহুল্য, কেমিক্যাল ব্যবহৃত আবির লাগিয়ে চামড়ায় অনেক রকম মারাত্মক রোগ তৈরি হয়। সেই রোগ থেকে মুক্তি পেতে বিদ্যালয়ের পড়ুয়ারা বার্তা দিলেন প্রকৃতির ভেষজ আবির ব্যবহার করার। তাই নিজেদের উদ্যোগেই দলের আগে তারা বানিয়ে ফেললো ভেষজ আবির। তাদের তৈরি করা ভেষজ আবীর দিয়েই বিদ্যালয়ের প্রাঙ্গন রঙিন হয়ে ওঠে। ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে বানানো ভেষজ আবির দিয়েই বিদ্যালয় পরিবার রঙিন হয়ে ওঠে।