রাজ্যের খবর

কেমব্রিজ থেকে ডাক পেলেন বসিরহাটের সাগ্নিক মণ্ডল, বিশ্বজয়ের পথে বাঙালি কৃতী গবেষক

Sagnik Mandal of Basirhat received a call from Cambridge,

The Truth Of Bengal: কেমব্রিজ থেকে ডাক পেলেন বসিরহাটের সাগ্নিক মণ্ডল।অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ছাত্র। আধুনিক প্রযুক্তি নিয়ে গবেষণা করতে চান তিনি।সাগ্নিকের আশা,একদিন গবেষণায়  সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতী গবেষকের।

গবেষণায় আলাদা কিছু  করার বরাবরই ইচ্ছে তাঁর।এরমধ্যে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সে যুক্ত হয়ে নতুন কিছু করার দিশা দিয়েছেন।১৪১ RANK করে চমকে দেন।বিশ্বের নামী প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা তাঁর।সেইমতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি।তাতে সাড়া মিলেছে,ডাক এসেছে সাগরপার থেকে।জটিল প্রযুক্তিকে সরল করার মন্ত্র শিখেছেন তিনি। সেই মন্ত্রের জাদুতে বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানেও সাড়া ফেলতে সফর শুরু করছেন। মূলতঃ সেমিকনডাক্টর বা জটিল প্রযুক্তিকে সরল করে মানুষের কাজে লাগানোর   জন্য এগিয়ে যেতে চান বসিরহাটের আনন্দপুরীর বছর ২৩-র এই গবেষক। অক্টোবরে কোর্স শুরু হবে।সেপ্টেম্বরেই  স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন।তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি।তবে বিশ্বজয় করতে গেলেও মাটির টান,দেশের টান তাঁর মনে রয়েই গেছে।আবার দেশে ফিরে দেশ-ও দশের হয়ে কিছু করার লক্ষ্য নিয়েছেন তিনি।

গবেষণার সম্পূর্ণ খরচ বহন করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।কৃতীর সাফল্যের একাধিক নজির রয়েছে।সম্মানের মুকুটে যুক্ত হল আরও একটি পালক।আধুনিক প্রযুক্তিকে কিভাবে এদেশের কল্যাণে কাজে লাগানো যায়,সেটাই পাখির চোখ করেছেন তিনি।তাঁর মাও চান, ছেলে বিশ্বজয় করে আসার পর জননী-জন্মভূমির জন্য ভালো কিছু করুক,মুখ উজ্বল করুক মাতৃভূমির।

সহজ ভাষায় গবেষণা হচ্ছে জ্ঞানের সন্ধান এবং সত্যের সন্ধান করা।এখন সত্যসন্ধানী এই গবেষক সাগরপারের প্রতিষ্ঠানে গিয়ে স্বপ্নের কর্মকাণ্ডের ছাপ রাখতে চান,,,সবার আশা বিশ্বজয় করে এসে দেশের আর পাঁচজন  সফল ব্যক্তিত্বের মতোই সাগ্নিকও স্বনামধন্য গবেষক  হয়ে উঠবে।

Related Articles