বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল রায়দিঘির বাসিন্দারা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
Residents of Najehal Raidighi protested by blocking the road due to power outage

The Truth Of Bengal : বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : গত তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। যার ফলে বন্ধ যান চলাচল।
তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা আর তার মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট যেন লেগেই রয়েছে। বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না যে কারণে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করলো এলাকার মানুষজন। ঘটনাটি রায়দিঘি দু’নম্বর বোলের বাজার কুমরা পাড়া কাছারি মোড় এলাকায়। অবরোধকারীদের দাবি গত তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না। বারে বারে বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে বলা সত্ত্বেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। তীব্র দাবদহে অত্যন্ত কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে যে কারণে পথ অবরোধ করে বিক্ষোভ। আর এই পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল থেকে শুরু করে সমস্ত কিছু। অবরোধকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ পরিষেবা সঠিক করবে এবং আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতেই থাকবে।