
The Truth Of Bengal : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শীত উধাও। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। তবে এরই মধ্যে আবারও একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর আরও জানিয়েছেন , এই পরিস্থিতি আরো তিন দিন বজায় থাকবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়াও রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও একাধিক জেলাতেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । বৃহস্পতি, থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা।
Free Access