রাজ্যের খবর

পথ অবরোধ করে চাকরিহারাদের বিক্ষোভ, নদিয়ায় মোতায়েন পুলিশ বাহিনী

Police deployed in Nadia as jobless workers block roads

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দফায় দাফায় বিক্ষোভ। ক্ষোভে ফুসছে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা। প্রতিবাদে ডি আই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের শহর জুড়ে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা, এরপর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে চাকরি-হারা শিক্ষক-শিক্ষিকারা। তাদের দাবি, তারা যোগ্য চাকরিজীবী।

গত ৩ তারিখের পরে তাদের চাকরি চলে গেছে। ২০১৬ সালে এস এল এস টিতে চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষা কর্মী। আজকে সরকারের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে এবং আধিকারীদের অপদার্থতার কারণে তাদের চাকরি চলে গেছে। প্রতিষ্ঠানের দুর্নীতির দায় তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দায় তারা কোনোভাবেই স্বীকার করতে চান না। এই দায় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিকদের। মুখ্যমন্ত্রীকে এর সঠিক বিচার করতে হবে। তারা যোগ্যতা নিরিখে চাকরিতে বহাল ছিল, বর্তমান পরিস্থিতিতে চাকরিহারা অবস্থায় তারা সমাজে মুখ দেখাতে পারছেন না। তাই রাস্তায় নেমে প্রতিবাদ ছাড়া আর কোন উপায় নেই।

অন্যদিকে বুধবার সকাল দশটা থেকে শুরু হয় দফাই দফাই বিক্ষোভ কর্মসূচি, চলতে থাকে লাগাতার। এবং বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে জ্বালানো হয় কুশপুতুল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা। প্রত্যেকের হাতে রয়েছে প্রতিবাদের প্ল্যাকার্ড।

Related Articles