আসানসোলে চুরি গেল জোড়া গোপাল ও এন্টিক কয়েন, পলাতক চোর
Pair of Gopals and antique coins stolen in Asansol, thief absconding

Truth Of Bengal: নেশার কবলে পরে ভগবানের মূর্তিও চুরি করতে ছাড়ল না চোর। আসানসোলের রানীগঞ্জ থেকে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোড়া গোপাল ও অ্যান্টিক কয়েন ও পুরনো দিনের মূল্যবান কাঁসা-পিতলের বেশ কিছু বাসনপত্র চুরি করেছিল সে।
জানা যায়, বছর উনিশের ইরশাদ শেখ নেশার খোরাক জোগাতে চুরির পথ বেঁছে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সে এর আগেও বারংবার চুরির ঘটনা ঘটিয়েছে। তার প্রেক্ষিতেই পুলিশের হাতে ধরা পরে ইরশাদ। গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ জেল থেকে রেহাই পায় সে।
আর জেল থেকে ছাড়া পেতেই ওই এলাকার লাগোয়া অন্নপূর্ণা লেনে শ্রীরাম মিশ্রা, নামে এক ব্যক্তির বাড়িতে দিনেরবেলায় বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে বাড়ির মন্দিরে ঢোকে সে। এরপর কয়েক মুহূর্তেই মন্দিরের মূল্যবান সামগ্রী চুরি করে এক বস্তা বন্দী করে পালায়।
এরপর ২৬ শে ফেব্রুয়ারি এই ঘটনার বিষয়ে বাড়ির সদস্যরা জানতে পারে। সেই ঘটনা জানতে পেরে তারা রানীগঞ্জ থানার পুলিশকে এই ঘটনার খবর দেয়। এরপর রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে পি সি পার্টির পুলিশ ইমদাদুল হক, আশিস মন্ডল ও পারভেজ আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে।
এরপর তারা ইরশাদকে রানীগঞ্জের সাহেব কুঠি কালী মন্দিরের পেছনের জঙ্গল এলাকায় পাকড়াও করে। তাকে ২৭ তারিখ আসানসোল জেলা আদালতে হাজির করলে, বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও জানা যায়, শ্রীরাম মিশ্রার বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সমস্ত চুরির সামগ্রী রানীগঞ্জ বাজার এলাকার মাঝে অবস্থিত সুকান্ত উদ্যান লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার করে। এরপর সেই চুরির সামগ্রী উদ্ধারের পর, সোমবার পুলিশ ওই ধৃতকে কোর্টে হাজির করে। যেখানে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।