রাজ্যের খবর

জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

One is against the chairperson of the commission, and the other is the Trinamool complaint in the commission

The Truth of Bengal: সন্দেশখালি নিয়ে শোরগোল সারা দেশে। দ্বিতীয় দফায় স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তর্কের তুফান উঠেছে। মেজাজ হারিয়ে বিজেপির প্রার্থী রেখা পাত্র তৃণমূল কর্মীকে মারধরে মদত দেন বলে অভিযোগ। জাতীয় স্তরে এই স্টিং অপারেশন যেন বিজেপিকে বিঁধছে। পদ্মের কাঁটা কিভাবে বাংলার রাজনৈতিক লড়াইয়ের পথ থেকে সরবে তা ভেবে পাচ্ছে না বিজেপি।

এরকমই যখন অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব,তখন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে তত্পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, বিজেপির হয়ে  পক্ষপাতিত্ব করে সন্দেশখালি নিয়ে রিপোর্ট তৈরি করেছেন রেখা শর্মা। স্টিং অপারেশনে ধরা পড়েছে,রেখা শর্মার সামনেই বিজেপির পার্টি অফিসে নির্যাতনের নকল অভিযোগ করায় বিজেপি নেতারা।

তিনি সেই পক্ষপাতমূলক বিষয়কে প্রশয় দেন। তাই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পক্ষে আবেদন করেছেন তৃণমূল নেতৃত্ব। রেখা শর্মার মতোই পিয়ালি দাস সহ বিজেপি নেতা-নেত্রীর  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঘাসফুল শিবিরের প্রতিনিধিরা।

Related Articles