কলকাতারাজ্যের খবর

আর নয় বৃষ্টি! ফের বাড়বে গরমের দাপট

No more rain! The heat will increase again

Truth Of Bengal: চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুতে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা স্বস্তি দিলেও আবহাওয়া আবার বদলাতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আসন্ন দিনে ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সপ্তাহে কলকাতা-সহ একাধিক জেলায় গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হতে পারে।

যদিও রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায়- যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সারা সপ্তাহ জুড়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গেও গরম বাড়বে — আগামী চার দিনে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হলেও সামনের দিনে পরিস্থিতি পাল্টে যাবে বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।

Related Articles