পুলিশ সম্পর্কে অবগত করতে নয়া উদ্যোগ, কী পদক্ষেপ নিলেন শিক্ষকরা?
থানায় পৌঁছেই পুলিশ আধিকারিকদের হাতে গাছের চারা তুলে দিয়ে সংবর্ধনা জানায় ছাত্রছাত্রীরা।
মাধব দেবনাথ, নদিয়া: পুলিশ সমাজের দায়বদ্ধতা পালনের জন্য এক অন্যতম ভুমিকা পালন করে থাকে। বাস্তবে কি কাজ করে থাকে পুলিশ, সমাজের জন্য কি কি করে থাকে, ছোট ছোট পড়ুয়াদের কাছে তা অনেকটাই অজানা। বাল্য বয়সে পুলিশের নাম শুনলে অনেকের গা শিউরে ওঠে। আর এবার হাতে-কলমে এবং পুলিশের বাস্তব ভূমিকা কি সেটাকেই অবগত করার জন্য থানায় এসে হাজির শতাধিক খুদে স্কুল পড়ুয়ারা। পুলিশের বাস্তব কাজ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে জানতে বুধবার শান্তিপুর (Nadia) পাবলিক স্কুলের শতাধিক খুদে পড়ুয়া হাজির হয় শান্তিপুর থানায়।
[আরও পড়ুন: ChatGPT Outage: হঠাৎ স্তব্ধ ChatGPT! কেন কাজ করছে না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই?]
থানায় পৌঁছেই পুলিশ আধিকারিকদের হাতে গাছের চারা তুলে দিয়ে সংবর্ধনা জানায় ছাত্রছাত্রীরা। এরপর থানার বিভিন্ন দফতর, জেলের সেল, এবং পুলিশ আধিকারিকদের দায়িত্ব পালনের নানা দিক খুদেদের স্বচক্ষে দেখানো হয়। স্কুলের কিডস কোঅর্ডিনেটর অঙ্কিতা রায়ের কথায়, ‘দিনরাত সমাজের জন্য যারা দায়িত্ব পালন করেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোই মূল উদ্দেশ্য। পাশাপাশি ছোটদের কাছে পুলিশি ভূমিকার বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য।‘
FB POST: https://www.facebook.com/share/v/1F6bwCVMku/
এদিনের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং শান্তিপুর (Nadia) থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালী-সহ একাধিক পুলিশ আধিকারিক। অভিভাবকরা যেমন সন্তুষ্ট হয়েছেন এই উদ্যোগে, তেমনই আপ্লুত হয়েছেন পুলিশ আধিকারিকরাও। খুদেদের সঙ্গে খোলামেলা কথোপকথনে অংশ নেন তাঁরা। স্থানীয়দের মতে, এই কর্মসূচি ছোটদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মান্যতার বোধ গড়ে তুলতে সহায়ক হবে।এদিনের এই বিশেষ কর্মসূচিতে শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালী সহ একাধিক পুলিশ আধিকারিক।






