রাজ্যের খবর

বাংলাদেশ সীমান্তে বিজিবির একাধিক বাঙ্কার, রাইফেল তাক করে ভারতের দিকে!

Multiple BGB bunkers on the Bangladesh border, rifles pointed towards India!

Truth Of Bengal: মালদার বাংলাদেশ সীমান্তে ভারত বিরোধী জিগির ক্রমশ বাড়ছে। বৈষ্ণব নগরের অপরপ্রান্তে বাঙ্কার গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। একটা দুটো নয়, ২৫-৩০ টা বাঙ্কার গড়ে তুলেছে এমন খবর পাওয়া গিয়েছে। বিএসএফের পক্ষ থেকে আরো নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তে। এই সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বিএসএফকে। বাংলাদেশী নাগরিকদের একাংশ অস্ত্র শস্ত্র নিয়ে তেরে আশে এমন অভিযোগ ওঠে।

সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের আস্ফালন। সীমান্তে বেড়া দেওয়ার কাজে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। এমন দুজন নাগরিক বিস্ফোরক দাবি করেছেন। আরে দাবী বাংলাদেশ সীমান্তে একাধিক বাংকার তৈরি করে ভারতের দিকে তাক করে। এমনকি বেড়া দিতে গেলে গুলি করে মারার হুমকি পর্যন্ত দেয়। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। তার মধ্যে আরও অশান্ত হয়ে উঠছে মালদার বৈষ্ণবনগর। প্রশ্ন উঠছে কেন কাঁটাতারের বেড়া দিতে এত আপত্তি বাংলাদেশের?

উত্তেজনার পারদ চড়ছে সীমান্ত এলাকায়। তত্ত্বাবধায়ক ইউনুস সরকারের আস্ফালন বাড়ছে কেন? কী চাইছে বাংলাদেশ? পিছনে মদত কার? এপারে বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম। উল্লেখ্য, মালদার বৈষ্ণবনগর-এর ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা। মালদা জেলায় বাংলাদেশ সীমান্ত মোট ১৭২ কিলোমিটার। স্থলভাগে ১৮ কিলোমিটারে নেই কোনও কাঁটাতার। বৈষ্ণবনগরের সুখদেবপুর গ্রাম লাগোয় সীমান্তের অনেকটা এলাকা অসুরক্ষিত। এই অসুরক্ষিত এলাকায় এবার কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। বিএসএফ মনে করছে কাজ সম্পন্ন হলে চোরাচালানসহ অপরাধমূলক কাজ সীমান্তে বন্ধ হবে।

Related Articles