মাহেশে নবরূপে সজ্জিত খেলার মাঠ, উদ্বোধন করলেন বিধায়ক সুদীপ্ত রায়
MLA Sudipta Roy inaugurated the newly decorated playground at Mahesh

Truth Of Bengal: হুগলি, তরুণ মুখোপাধ্যায়: নবরূপে সজ্জিত খেলার মাঠ! শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেহেরু নগর ভাতৃ সংঘের খেলার মাঠটিকে শনিবার সুন্দরভাবে সাজিয়ে নবরূপে উদ্বোধন করা হলো। এদিন বিকালে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রধান গিরিধারী সাহা, উপ-পুরো প্রধান উত্তম নাগ, প্রাক্তন পুর প্রধান অমিয় মুখোপাধ্যায়, পুর সদস্য তিয়াসা মুখার্জি, ঝুম মুখার্জি, শর্মিষ্ঠা দাস সহ একাধিক ব্যক্তিবর্গ। ১৮ নম্বর ওয়ার্ডের পুর সদস্য অসীম পন্ডিতের ঐকান্তিক উদ্যোগে এলাকার এই মাঠটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এ বিষয়ে বলতে গিয়ে অসীম বাবু বলেন, বিধায়ক সুদীপ্ত রায়ের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে মাহেশ এলাকার অত্যন্ত পুরনো এই মাঠটি নব রূপে সাজানো হলো। এতে এলাকার ক্রীড়ামোদী মানুষদের দীর্ঘদিনের চাহিদার পূরণ হল এবার।