প্রচন্ড গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে সিইএসসি এর সঙ্গে বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস!

The Truth Of Bengal: গরমের তাপপ্রবাহের প্রভাবে ইতিমধ্যেই ভোগান্তির একশেষ। তাই শুক্রবার রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন ভবনে এক বিশেষ বৈঠকে দেখা যায় আধিকারিকদের। এদিন বিদ্যুৎ মন্ত্রীর দপ্তরে সিইএসসি’র শীর্ষ অধিকারীকেরা মিলে বাংলায় তীব্র দাবদাহ (৪০ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি) এবং অস্বাভাবিক বিদ্যুতের চাহিদা নিয়ে এদিনের জরুরি বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাছাড়াও বৈঠকে লক্ষ্য করা গিয়েছিল বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উন্নয়ন নিগম (WBPDCL)এর চেয়ারম্যান পি বি সেলিম’কেও।
বৈঠকটিতে সিইএসসি কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে কোথাও যদি যান্ত্রিক গোলযোগ (Technical Fault) হয় সঙ্গে সঙ্গে সেই বিষয়টি’কে গ্রাহকদের SMS এর মাধ্যমে জানানো ও যান্ত্রিক গোলযোগ মেরামতের সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার নির্দেশ দেন বিদ্যুৎ মন্ত্রী। তার সাথে মোবাইল রিপেয়ারিং ভ্যান ও লোকসংখ্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়ার কথাও হয়েছে সিইএসসি কর্তৃপক্ষকে।