রাজ্যের খবর
Trending
লোকসভা নির্বাচনের আগেই রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি করা হল ৭৯ জন আধিকারিককে
Massive reshuffle in state police

The Truth Of Benagl : লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে পুলিশ এর শীর্ষস্তরে বিশাল রদবদল। সোমবার নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য পুলিশের ৭৯ জন আধিকারিককে বদলি করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী হয়েছে এই রদবদল। এবার রাজ্যের দমকল বিভাগের ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়।
অন্যদিকে রাজ্যের দমকল বিভাগের দায়িত্বে থাকা বর্তমান ডিজি রণবীর কুমার কে বদলি করা হয়েছে রাজ্যের ফরেনসিক ল্যাবরেটরির প্রশাসক পদে। এছাড়াও মূলত এস জিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপারদের পদে বেশকিছু রদবদল ঘটানো হয়েছে।
সব মিলিয়ে মোট ৭৯ জন আইপিএস আধিকারিক পদে সোমবার রদবদল ঘটানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফের। ৩১ জন আই পি এস এবং ৪৮ জন ডাব্লুবিপিএস আধিকারিকদের রদবদল করা হয়েছে।
FREE ACCESS