‘দিদির জন্য আছি, বরাবর থাকব’, মঙ্গলে রয়েছে মমতা-অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনা
Mars has the possibility of meeting Mamta-Anubrata

Truth Of Bengal : দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। চূড়ান্ত প্রস্তুতি বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড় জেলে তিনি বন্দি ছিলেন। তিহাড় থেকে মুক্তির পর সোমবার রাতের বিমানেই মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন কেষ্ট। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। দমদম বিমানবন্দরে নামার পরই ভোর সাড়ে ৫টা নাগাদ তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত সোজা বীরভূমের উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা এবং অনুব্রত-ঘনিষ্ঠ আরও কয়েক জন নেতা।
বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য অনুব্রতর গাড়ি থামলে গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত। তিনি তাঁর শারীরিক সমস্যার কথা জানান। পায়ে ও কোমরে ব্যথার কথাও জানান। তিনি বলেন, “আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি।” সঙ্গে এ কথাও বললেন, “দিদির জন্য আছি, বরাবরই থাকব।”
অনুব্রতর গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।” ঘটনাচক্রে মঙ্গলবারই বীরভূম জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এদিকে ঠিক সেই একই দিনে কারামুক্তির পর বীরভূমে ফিরছেন অনুব্রত। এমতাবস্থায় দলনেত্রীর সঙ্গে মঙ্গলবার অনুব্রতর সাক্ষাৎ হবে কিনা তা নিয়েও শুরু জল্পনা। অনুব্রতকে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।