হুগলিতে প্রকাশ্যে নারীদের সামনে অশ্লীল আচরণ ব্যক্তির, ভাইরাল ভিডিও
Man commits lewd acts in front of women in public in Hooghly, video goes viral

Truth Of Bengal: হুগলি জেলার বেগমপুর রেলওয়ে স্টেশনে এক লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তিকে প্রকাশ্যে নারীদের সামনে অশ্লীল আচরণ করতে দেখা যায়, যা ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়।
হুগলিতে প্রকাশ্যে নারীদের সামনে অশ্লীল আচরণ ব্যক্তির, ভাইরাল ভিডিও pic.twitter.com/cwic27acXg
— TOB DIGITAL (@DigitalTob) March 16, 2025
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি স্টেশনের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মহিলাদের দিকে তাকিয়ে আপত্তিকর আচরণ করছেন। এই ঘটনায় নিরাপত্তার অভাব নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন রেলস্টেশনগুলিতে এবং দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনার পর ভারতীয় রেলওয়ে তদন্তের আশ্বাস দিয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তির সন্ধান চলছে।