মালদার গাজোলে সভার আগে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, দেখুন সেই ভিডিয়ো
এখান থেকে সভা শেষ করে তিনি ফের বহরমপুর ফিরবেন। এর পরে মুর্শিদাবাদ খাদি মেলা ঘুরে দেখবেন।
Truth Of Bengal: বুধবার মুখ্যমন্ত্রীর মালদার গাজোলে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই অনুযায়ী সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সভা শুরুর আগে মুখ্যমন্ত্রীকে দেখা গেল অন্য মেজাজে। সেখানে মাদল বাজালেন মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিকবার দেখেছি মুখ্যমন্ত্রী প্রতিটি এলাকার মানুষের সংস্কৃতির সঙ্গে খুব সহজেই মিশে যান। এবার ফের তিনি তেমনই মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁর সেই মাদল বাজানোর মুহূর্তের ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। দেখুন সেই ভিডিয়ো।
মালদার গাজোলে সভার আগে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, দেখুন সেই ভিডিয়ো pic.twitter.com/jTwl4OXre4
— TOB DIGITAL (@DigitalTob) December 3, 2025
এখান থেকে সভা শেষ করে তিনি ফের বহরমপুর ফিরবেন। এর পরে মুর্শিদাবাদ খাদি মেলা ঘুরে দেখবেন। বৃহস্পতিবার সার্কিট হাউস থেকে ‘সার’ বিরোধী মিছিল করে পৌঁছবেন বহরমপুর স্টেডিয়ামে। সেখানে রাজনৈতিক সভা করবেন তিনি। ওই সভা শেষ করে মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
প্রসঙ্গত, তিন দিনের জেলা সফরে এসে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে হেলিকপ্টারে এ দিন বিকেল ৪.১৫ মিনিটে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক নীতিন সিংহানিয়া ও মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ, তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার, তৃণমূলের জঙ্গীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান ও জেলার বিধায়কা। এ ছাড়া মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে মাঠে হাজির ছিলেন কয়েক হাজার তৃণমূলের কর্মী-সমর্থক। বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান থেকে সরকারি অতিথি আবাস সার্কিট হাউসে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি দাঁড় করানো থাকলেও দলীয় কর্মীদের উচ্ছ্বাস ও আবেগের মর্যাদা দিতে পায়ে হেঁটে সার্কিট হাউসে পৌঁছান মুখ্যমন্ত্রী।





