রাজ্যের খবর

মহারাষ্ট্রের যুবক বাংলাদেশ পাড়ি দিতে গিয়ে বসিরহাট সীমান্তে আটক

Maharashtra youth detained at Basirhat border while trying to cross into Bangladesh

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালী সীমান্তে শনিবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনা। মহারাষ্ট্রের বাড়ি এক যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। ঠিক সেই সময় ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাকে আটক করেন।

সূত্রের খবর, ওই যুবকের কাছে কোনও বৈধ নথি—পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। জিজ্ঞাসাবাদে সে নিজেই জানায়, নথিপত্র ছাড়াই বাংলাদেশে পাড়ি দিচ্ছিল। এরপর বিএসএফ তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এবং শনিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।

পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পেরোতে চেয়েছিল যুবক, এবং এর পেছনে কোনো বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের এই ঘটনা ঘিরে নতুন করে নিরাপত্তা প্রশ্ন উঠেছে।

Related Articles