রাজ্যের খবর

নিম্নচাপের জেরে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে,আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Light to heavy rain forecast in Bengal under the influence of low pressure

Truth of Bengal: শহরে সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। শহরের বিভিন্ন অংশে দু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বর্ষা বঙ্গ থেকে বিদায় নিলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছেনা বঙ্গবাসী। কারণ নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে আগামী কয়েকদিন বঙ্গবাসীকে ভগাবে বৃষ্টি তা বলাই বাহুল্য।

রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও এখনি বৃষ্টি থামছে না রাজ্যে। উপরন্তু আগামী কয়েকদিনের জন্য রাজ্যের একাধিক অংশে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়া অফিসের মতে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন এক নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প। আর এই নিম্নচাপের ফলেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

জানা যাচ্ছে বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে বৃষ্টিতে। রবিবারও ভিজবে দুই ২৪ পরগনা সহ দুই মেদিনীপুরের একাধিক অংশ। পাশাপাশি ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের ইঙ্গিত ও দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে। কেবল রবিবার নয়, সোমবারও রাজ্যের যে সমস্ত জেলায় বৃষ্টির সিলসিলা জারি থাকবে তা হল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির এই প্রকোপ থেকে বাদ যাচ্ছে না উত্তর বঙ্গ ও।

উত্তর বঙ্গের বিভিন্ন অংশে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত দুই দিনাজপুর এবং মালদায় এখনও পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস দেওয়া হয়নি। বুধবার সমগ্র কলকাতা শহরের আকাশ মেঘলা থেকেছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির দেখাও পাওয়া গেছে তিলোত্তমায়। তবে বৃষ্টির পূর্বাভাস জারি থাকলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে শহরে।

Related Articles