যাত্রী স্বাচ্ছন্দ্যে স্টেশনে ব্যবস্থা করা হল লিফট, আধুনিক পরিকাঠামো খুশি যাত্রীরা
Lifts have been arranged at the station for the convenience of passengers

The Truth of Bengal: উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে জলপাইগুড়ি রোড স্টেশনে চালু করা হল লিফট। আধুনিক পরিকাঠামো তৈরি করে যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হচ্ছে বলে রেলওয়ের ম্যানেজার অমরজিত গৌতম জানিয়েছেন। এতে শিশুদের মতোই বয়স্কদের যাতায়াতে কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন সাংসদ জয়ন্ত রায়।
উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বাড়ানোর জন্য বাংলার সাংসদরা বারবার সংসদে দাবি রাখে। সেই দাবিমতো কেন্দ্র সাড়া দিতে বাধ্য হয়। বিশেষ করে জলপাইগুড়ির একাধিক স্টেশনকে আধুনিকীকরণের বিষয়ে কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত দেয়। যারজন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে জলপাইগুড়ি রোড, ধুপগুড়ি ও নিউ কোচবিহার জংশনের স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তর করা হবে বলে কথা দেয় রেল মন্ত্রক। নানা টালবাহানার পর অবশেষে উত্তরবঙ্গের অন্যতম স্টেশন জলপাইগুড়ি রোড স্টেশনে পরিকাঠামোর উন্নতি করার কাজে এগিয়ে এল রেল প্রশাসন। এবার জলপাইগুড়ি রোড ষ্টেশনে যাত্রীদের সুবিধার্থে লিফটের ব্যবস্থা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। লিফ্টের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায় সহ আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম, সহ রেলের আধিকারিকরা। সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “জলপাইগুড়ি টাউন স্টেশন ও রোড স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে মডেল স্টেশন হিসেবে তৈরি করা হচ্ছে।তাঁর কথায় স্পষ্ট হয়,আগামী ২০বছরের জন্য রেলের বিকাশে প্রকল্প গ্রহণ করতে হবে।জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হওয়ার আগে এই লাইফলাইনের সুবিধা বৃদ্ধি জরুরি বলে তাঁর অভিমত।
আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিত গৌতম বলেন,”জলপাইগুড়ি রোড ষ্টেশন দ্বিতীয় লিফ্ট চালু হল। লিফ্ট চালুর ফলে বিশেষ করে বয়স্ক ও শিশুদের অনেকটা সুবিধে হবে। কারন এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে লিফ্টের প্রয়োজন পড়ে। এক দশক আগেও, আলাদা বাজেট বরাদ্দ করা হত রেলের জন্য। আলাদা বাজেটের সেই কৌলীন্য আগেই হারিয়েছে রেল মন্ত্রক। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে এবারের বাজেটে মন্ত্রক হিসাবে বরাদ্দে রেলের নাম এক বার করেননি নির্মলা সীতারামন। যার জন্য রেলের বিকাশ থমকে রয়েছে বলে অভিযোগ করছে বিরোধীরা।তাই প্রতিশ্রুতিমতো কেন্দ্র উত্তরবঙ্গের মানুষের সার্বিক বিকাশের স্বার্থে কবে রেলের আধুনিককরণও সম্প্রসারণকে সার্থক রূপ দেয় সেদিকেই তাকিয়ে রেলযাত্রীরা।