রাজ্যের খবর

জঞ্জালমুক্ত হল কোতুলপুর নেতাজী মোড়, খুশি স্থানীয় বাসিন্দারা

Kotulpur Netaji Mor is clutter free, happy local residents

Truth Of Bengal : বাঁকুড়া : কোতুলপুর : কৈলাস বিশ্বাস : গতকাল জানা গিয়েছিল হুগলির আরামবাগের দিক দিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসাবে পরিচিত কোতুলপুর নেতাজী মোড়। পর্যটনের দিক থেকেও অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এই নেতাজী মোড়। সেই নেতাজী মোড়েই নরক যন্ত্রণায় ছিল সাধারণ মানুষ।

কারণ স্থানীয় পঞ্চায়েতের টালবাহানায় অতি গুরুত্বপূর্ণ এই নেতাজী মোড়েই দিনের পর দিন জমে ছিল আবর্জনার স্তুপ। যত্রতত্র ছড়িয়ে পড়ছিল নোংরা আবর্জনা। বর্ষার জল জমে এলাকায় বাড়ছিল মশা মাছির উপদ্রব। সব জেনেও নির্বিকার ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জেরে টনক নড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের।

খবর সম্প্রচারের ২৪ ঘন্টার আগেই জঞ্জালমুক্ত হল কোতুলপুর এর নেতাজি মোড়। রইল না আর আবর্জনার স্তুপ। কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চুক্তিভিত্তিক শ্রমিকদের পাঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় নেতাজি মোড় সংলগ্ন এলাকা। স্বাভাবিকভাবেই এতে করে খুশি স্থানীয় বাসিন্দারা। এতে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা।

Related Articles