রাজ্যের খবর

সাত সকালে ডায়মন্ড হারবার থানার আইসি কোদাল বালতি হাতে বিভিন্ন এলাকায় লাগালেন গাছের চারা

The Truth Of Bengal, বাবলুপ্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা: প্রচন্ড দাবদাহ পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আর তীব্র দাবদাহের মধ্যে গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান যাতে পরিবেশ ও আপনি নিজে বাঁচতে পারেন। আর তাই সাতসকালে ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষ থানার অন্যান্য অফিসারদের নিয়ে থানার চত্বর সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন। মূলত তাঁর একটাই উদ্দেশ্য ছিল এই বিশেষ কর্মসূচিকে ঘিরে যে, এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে বাঁচানো ও মানুষকে বাঁচানো। এবংএই বার্তাকেই সামনে রেখে নিজের হাতে গাছ লাগান তিনি। যাতে আগামী দিনে আরো মানুষ সচেতন হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসেন এমনটাই জানান ডায়মন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

Related Articles