সিকিমে একটানা বৃষ্টিতে বাড়ল তিস্তার জলস্তর, এখনও বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
In Sikkim the water level of Teesta rose due to continuous rain, National Highway 10 is still closed

The Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যে প্রশাসনিক উচ্চ অধিকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে একটানা বৃষ্টিতে জলস্তর বাড়তে শুরু করল তিস্তার অপরদিকে মহানন্দার জলও বাড়তে শুরু করল। এদিন সকালেই ফুলবাড়ী মহানন্দা ব্যারেজের লকেট খুলে দেওয়া হয়। এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। ১০ নম্বর জাতীয় সড়ক খুলতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে প্রশাসনিক সূত্রে খবর। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে।
গতকালের পর এদিন তিস্তা বাজার থেকে দার্জিলিংয়ের পেশক রোড দিয়ে যান চলাচলে নজরদারি চালাচ্ছে প্রশাসন। কোনরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসনিক উচ্চ আধিকারিকরা। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত গাড়িকে সেবক গরু-বাথান লাভা হয়ে কালিম্পং ও সিকিম যাওয়ার দেওয়া হয়েছে। ঘুরপথে গাড়ি চলাচলেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের তার কারণ আগে শিলিগুড়ি থেকে সিকিম যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতো তবে এখন গুরুপথে যাওয়ার কারণে সাত থেকে আট ঘন্টা সময় লাগে।