বাতিল প্রায় অবৈধ দুই কোটি রেশন কার্ড! সাশ্রয় আনুমানিক ২ হাজার কোটি টাকা
Illegal Ration Card Canceled

The Truth of Bengal: ভুয়ো রেশন কার্ডের বিরুদ্ধে লাগাতার পদক্ষেপ করে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ডের সন্ধান মেলে। সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করে সেই সব রেশন কার্ড বাতিল করে দিয়েছে সরকার। ফলে এক ধাক্কায় রাজ্যে রেশন গ্রাহকের সংখ্যা কমে গেল ২ কোটি। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বিপুল সংখ্যক রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় বছরে রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকা।
গত কয়েক বছর ধরেই ভুয়ো রেশন কার্ড খুঁজে বের করার প্রক্রিয়া চালাচ্ছিল রাজ্য সরকার। রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হতেই সেই অভিযানে আরও গতি আসে। বিভিন্ন উপায়ে কারচুপি করে এক ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড থেকে যাওয়ার ঘটনাও সামনে আসে। লাগাতার নজরদারি চালিয়ে রাজ্য সরকার সেইসব কার্ড চিহ্নিত করে। অবৈধ সেইসব কার্ড সঙ্গে সঙ্গে বাতিল করে দেয় রাজ্য সরকার।
দেখা গিয়েছে, বহু পরিবার মৃত ব্যক্তির নামে থাকা রেশন কার্ড বাতিল করেনি। সেই সব কার্ড বৈধ থেকে গিয়েছিল। পরিবারের লোকজন সেই কার্ড দিয়ে রেশন সামগ্রী তুলছিলেন। রেশনে যাদের বেশি খাদ্যশস্য দরকার সেই গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিল এইসব ভুয়ো রেশন কার্ডের জন্য। দেখা গিয়েছে, অপেক্ষাকৃত সম্পন্ন পরিবারের কাছে ছিল ভুয়ো রেশন কার্ড। অভিযোগ সামনে আসতেই সেই সব ভুয়ো রেশন কার্ড বাতিল করার অভিযানে ঝাঁপিয়ে পড়ে রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগ। তারপর মিলল এমন সাফল্য।
ভুয়ো রেশন কার্ড দাখিল করে দিনের পর দিন সরকারের কাছ থেকে নিয়মিত খাদ্যশস্য তুলে নেওয়া হয়েছে। যার ফলে সরকারকে বহু টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই ক্ষতি আটকাতেই অবৈধ রেশন কার্ড ধরতে কড়া পদক্ষেপ করে নবান্ন। যার ফল মিলল হাতে হাতে। প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ায় সরকারে কোষাগারে ২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।