রাজ্যের খবর

কেমন রয়েছে ভূপতিনগর ? তৃণমূলের রিপোর্ট কী বলছে ?

How is Bhupatinagar? What is the Trinamool report saying?

The Truth Of Bengal :  এখনও চাপা উত্তেজনা বহাল রয়েছে ভূপতিনগরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হলে ইতিমধ্যে টহলদারি শুরু করে দিয়েছে। কাঁচের অন্তর্গত এই এলাকার বাইরে লোকেদের আনাগোনায় বেড়েছে নজরদারি। শুক্রবার রাতে দুই বছরের পুরনো একটি মামলার কারণে এনআইএ ভূপতিনগরে তদন্ত করতে যায়। এরপর তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করতে গেলে গন্ডগোল বাঁধে।

এদিকে গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে। শুধুমাত্র গায়ের জোরের কারণে দরজা ঠেলে এনআইএ- এর টিম ঢুকে পড়ায় সাধারণ মানুষ তুমুল বিক্ষোভ দেখায়। এরপর জনরোষের কারণে পরিস্থিতি আরো উত্তাল হয়। এরপর অবস্থা বেগতিক বুঝে করা পদক্ষেপ নেয় পুলিশ। রবিবার সেই ভূপতিনগরে দেখা যায় এক অন্যরকম ছবি। ভূপতিনগরের রাস্তাঘাট একেবারে শুনশান। কেউ সেভাবে রাস্তায় বেরোচ্ছে না। ইতিমধ্যেই এনআইএ- র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী হামলা চালায় অতর্কিতে। কেন উত্তেজনা ছড়াল এই ভূপতিনগরে ? কী কারণে অশান্তির সূত্রপাত হয় ? সরেজমিনে সেই পরিস্থিতি ঘুরে দেখতে রবিবার তৃণমূল কংগ্রেস টিম পাঠায়।প্রতিনিধিদলে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল নেতা কুণাল ঘোষ।তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলার পর সামগ্রিক বিষয়টি শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরতে তত্পর। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভোটের আগে মধ্যরাতে এনআইএ-র হানা নিয়ে সরব হয়েছেন।কেন শুধু তৃণমূল নেতাদেরই বেছে বেছে ভোটের সময় ধরা হচ্ছে না নিয়ে প্রশ্ন তুলেছেন।বিশেষ করে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে কেন্দ্রের সরকারকে নিশানও করেছেন প্রচারমঞ্চ থেকে।এখন বিজেপির  রাজনীতির কারণে যাঁরা এই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা পুলিশ-প্রশাসনের কাছে পর্যাপ্ত সুরক্ষার দাবি করছেন।

Related Articles