রাজ্যের খবর

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ

Housewife who committed suicide with a noose, suicide or murder? Police investigating

The Truth Of Bengal : ভালোবাসার মানুষকে বিয়ে করার সুযোগ কে ছাড়তে চায়! তেমনি প্রায় এক থেকে দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেন দক্ষিণ চব্বিশ পরগনার ফুলা শেখ ও সাহিল বক্সো। কিন্তু সময় যেতে না যেতেই বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ফুলা শেখ। কিন্ত প্রতিবেশী সহ মেয়ের বাড়ির লোক দাবি করছেন শ্বশুরবাড়ির লোকেরাই তাকে খুন করেছেন। আর এদিকে মৃতার স্বামী পলাতক।

মৃত মহিলা অর্থাৎ ফুলা শেখের শ্বশুর বাড়ি বারুইপুরের শংকরপুরে আর বাপের বাড়ি জয়নগর থানার অন্তর্গত বহুরু এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকার লোকজন বাধা দেয় ও বিক্ষোভ দেখায়। পরে আবারো বেশি সংখ্যক পুলিশ গিয়ে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে। মহিলার মৃতদেহটি বারুইপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে।

এই বিষয়ে মৃত মহিলার দিদি ফুলনা বিবি অভিযোগ করেছেন, ” ফুলা শেখ ও সাহিল বক্সো দুজনে ভালোবেসে বিয়ে করেছিলো কিন্তু মাত্র আট মাস ঘুরতে না ঘুরতেই আমার বোনের উপর শুরু হয় অত্যাচার। আমার বোনকে গর্ভবতী অবস্থায় মেরে তাকে ঝুলিয়ে দিলো তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।” ফুলনা বিবি তার বোনের হত্যাকারীর ফাঁসিতে ঝোলানোর দাবি তুলেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যেই দুজনকে আটক করা হয়েছে। সাহিল বক্সো এখনো পলাতক, তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এটা আদৌ আত্মহত্যা নাকি খুন তা তদন্ত করে দেখা হবে।

Related Articles