রাজ্যের খবর

মা’কে খুন করে গৃহবন্দী ছেলে! আলিপুরদুয়ারে রহস্য মৃত্যু

House arrest: Son kills mother, dies mysteriously in Alipurduar

Truth Of Bengal: পার্কস্ট্রিট কাণ্ডের ছোঁয়া আলিপুরদুয়ারে। মা’কে খুন করে ঘরের মধ্যেই রেখে দিয়েছে বছর তিরিশের পুত্র। সেই সঙ্গে নিজেকে গৃহবন্দীও করেছে সে। আবাসন থেকে দুর্গন্ধ বেরতেই প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘরে পরে রয়েছে মার মৃতদেহ, পাশের ঘরে নিজেকে গৃহবন্দি করে রেখেছে ছেলে। ঘটনাটি কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনে। স্থানীয় সূত্রে খবর, বাগানের ফিটার লাইনে থাকতেন বাগানেরই কর্মী আবির তিরকি(৩০) ও সোমালি তিরকি(৬০)। এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পান তারা। এরপর থেকেই তাদের দুজনকে আর দেখা যায়নি।

এরপর সোমবার রাতে তাঁদের আবাসন থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীরা সেখানে পৌঁছন। বাসিন্দাদের দাবি, ঘরে সোমালি তিরকির মৃতদেহ দেখতে পান তারা। এরপরই খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পাশের ঘর থেকে আটক করা হয় আবির তিরকিকে(৩০)।

কীভাবে সোমালি তিরকির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবে হাসিমারা ফাঁড়ির পুলিশ। কেনো মা’কে খুন করে নিজে গৃহবন্দী ছিল আবির? সেই সব প্রশ্নেরই উত্তর খোজার চেষ্টা করছে পুলিশ।

Related Articles