বাড়ি ফেরার পথে ভয়াবহ বাইক সংঘর্ষ, মৃত দুই, গুরুতর জখম তিন
Horrible bike collision on the way home, two dead, three seriously injured

Truth Of Bengal: উত্তর দিনাজপুর, সুব্রত বিশ্বাস: মেলা ঘুরে বাড়ি ফেরার পথে দুটি বাইকের ভয়াবহ সংঘর্ষ। যার জেরে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি, এদিকে গুরুতর জখম হয়েছেন তিন জন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘরুগছ এলাকায়। মৃতদের মধ্যে একজনের বাড়ি চোপড়া থানার কুমারটল এলাকায় ও আরেক জনের বাড়ি দার্জিলিং জেলার বিধাননগর এলাকায়।
জানা গিয়েছে এরা প্রত্যেকেই চোপড়ার জোহরা মেলা ঘুরতে গিয়েছিল। এরপর বাড়ি ফেরার পথে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর ভাবে জখম হন পাঁচ জন। জখমদের উদ্ধার করে প্রথম চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পড়ে সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দুই জনকে মৃত্যু বলে ঘোষনা করে। বাকি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।