রাজ্যের খবর

স্বনির্ভরতার লক্ষ্যে হস্তশিল্প হাব! শিল্পীদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন

Handloom Hub

The Truth of Bengal: হাতের কাজ করে অনেকেই সংসার চালান।ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পে কাজ করেন হাজার হাজার মানুষ।যাঁদের উত্পাদিত পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে। মূলতঃ বিকেন্দ্রীকরণের পথে আর্থিক উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে তত্পর রাজ্য সরকার। নগদের সাহায্যে বাজারকে চাঙ্গা করার অর্থনীতির ভাবনা সমাজের সমবিকাশেও আলাদা মাত্রা যোগ করছে। পশ্চিমবঙ্গে গ্রামীণ হস্তশিল্প ও সংস্কৃতির বিকাশে নয়া ভাবনা সাড়া ফেলছে।

মালদার  গাজোল ব্লকের আদিনা গ্রাম পঞ্চায়েতের মজলিসবাগ এলাকায় এই হস্তশিল্পের হাব তৈরি হচ্ছে।  সেখানে  হস্তশিল্প তৈরীর জন্য ভবন এবং আধুনিক যন্ত্রপাতি  বসানোর কাজ শুরু হয়েছে। মূলত বাঁশ – পাট   দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হচ্ছে। যাতে হস্তশিল্পীদের সহজেই বিভিন্ন ঘরোয়া সামগ্রী তৈরি করতে ও বিপণনের সুযোগ পাচ্ছে।

গৌড়বঙ্গের হাতের তৈরি সূক্ষ্ণ জিনিস অন্য  রাজ্যে সরবরাহ করা হবে।সহজ হবে বিক্রির কাজ।  বাঁশ এবং পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প, জুয়েলারি বাক্স, পাপোশ, টুপি, ব্যাগ, ট্রে, ঝুড়ি সহ নানান ধরনের ঘরোয়া সামগ্রী বিপণনের মাধ্যমে  লাভের মুখ দেখছেন মালদার মানুষ। গাজোলের প্রায় ৪০০ জন শিল্পী নতুন করে রোজগারের পথ দেখতে শুরু করেছেন। ইতিমধ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প তৈরীর ক্ষেত্রে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে মালদা জেলা শিল্প কেন্দ্র। এই হস্তশিল্প হাবের মাধ্যমে শিল্পীদের জীবনে বদল আসছে, নতুন করে আর্থ-সামাজিক মাণোন্নয়নের সুযোগও সৃষ্টি হচ্ছে।

 

Related Articles