
The Truth of Bengal: রাজ্যের শিক্ষার পরিকাঠামোকে আরও মজবুত করতে নিরলস কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। সমাজে শারীরিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসতে তৈরি হচ্ছে প্রতিবন্ধী কলেজ। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানালেন খুব শীঘ্রই উত্তর ২৪ পরগনার হাবরার বানিপুরে বিশেষভাবে সক্ষম দের জন্য জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে একটি আবাসিক কলেজ হতে চলেছে।
এই বিষয়ে স্থানীয় বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর যিনি সাহায্য পেয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক অনুমোদন তারা পেয়েছেন এবং অর্থ দপ্তরও তাদের প্রাথমিক সম্মতি দিয়েছেন। কিছুদিনের মধ্যেই তারা এই সংক্রান্ত জমি দেখতে যাচ্ছেন। প্রায় ৩০ বিঘার উপরে দপ্তরের জমিতে এই কলেজটি গড়ে উঠবে।
যেখানে আগামী দিনে বিশেষভাবে সক্ষমদের জন্য বহু বিভাগ খোলা হবে এবং তাদেরকে ভবিষ্যতের জন্য পারদর্শী করার কাজে আধুনিক যুগের চাহিদার কথা মাথায় রেখে কর্মসংস্থান উপযোগী বিভিন্ন পাঠক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট কিছুদিনের মধ্যেই তাদের দপ্তরের পক্ষ থেকে অর্থ দপ্তরে জমা দেবেন অনুমোদনের জন্য।