জগদ্দলে তৃণমূল সদস্যের বাড়িতে দুষ্কৃতি হামলা! চলল তিন রাউন্ড গুলি
Goons attack Trinamool member's house

The Truth of Bengal: ফের জগদ্দলে শ্যুটআউট। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তোষ গরগরির বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতি। জানা যাচ্ছে, জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাহুতা এলাকায় সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে। যদিও সেই মুহূর্তে বাড়ি ছিলেন না তোষ গরগরি। গোটা ঘটনায় আতঙ্কিত তৃণমূল কর্মীর পরিবার।
জানা যাচ্ছে, শ্যামনগরের রাহুতা এলাকায় সোমবার ভোররাতে একদল দুষ্কৃতি বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে। তা শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তোষ গরগরির বাবা এবং মা। তাঁদেরকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। তারপর তারা পালিয়ে যায়। যদিও কি কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যারাকপুর জেলার বিজেপি নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব সামনে আনছে। অন্যদিকে তৃণমূলের দাবি এই ঘটনা বিরোধীরাই করেছে। স্থানীয কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, ‘পুলিশ ঘটনা তদন্ত করছে। খুব শীঘ্রই দোষী ধরা পড়বে’।
Free Access