উদ্ধার চার হাজার কেজি ভেজাল ঘি, রানাঘাট থেকে গ্রেফতার এক অভিযুক্ত …
Four thousand kg adulterated ghee recovered, one accused arrested from Ranaghat

The Truth Of Bengal: আবারো সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ উদ্ধার সরঞ্জাম, পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনায় সাংবাদিক বৈঠক পুলিশের উচ্চ পদস্থদের।
গভীর রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে উদ্ধার প্রায় সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ সরঞ্জাম। পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত। ঘটনায় সাংবাদিক বৈঠক রানাঘাট পুলিশ জেলার। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে নদীয়ার ফুলিয়া এলাকার পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাই শান্তিপুর থানার পুলিশ, এরপর উদ্ধার করে ৩০৮ টি লেভেল ছাড়া ঘি,ও ঘি তৈরির সরঞ্জাম। যদিও প্রত্যেকটি টিনে প্রায় ১৫ কেজি করে সরঞ্জাম থাকে। তবে বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষ কে গ্রেফতার করে পুলিশ, আজ তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।
এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মন্ডল। তিনি জানান, এই অভিযান চলছে বেশ কিছু দিন ধরে আর এখন থেকে বিশেষভাবে চলবে এ অভিযান। যার বাড়ি থেকে এত পরিমান ভেজাল ঘি ও সরঞ্জাম উদ্ধার হয়েছে তা সবই লেবেল ছাড়া, এর আগেও ভেজাল ঘি তৈরীর অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। গতকাল রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে এখন থেকে লাগাতার এই অভিযান চলবে।
Free Access