রাজ্যের খবর

ভক্তদের সুবিধার্থে বেলুড় মঠে চালু হল আন্ডার গ্রাউন্ড, দিতে হবে না কোন টাকা

For the convenience of devotees, Belur Mutt has started underground, no money has to be paid

The Truth Of Bengal: বেলুড় মঠ হল স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। যেখানে প্রতিদিন দেশ ও বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে থাকে। এবার ভক্তদের সুবিধার্থে  ভূতল পার্কিং বা আন্ডার গ্রাউন্ড কার পার্কিং ব‌্যবস্থা চালু করল বেলুড় মঠ।জানা যাচ্ছে, আগামী শনি ও রবিবারই মঠের পাশের এই পার্কিংটি ভক্তদের জন‌্য খুলে দেওয়া হবে। এর ফলে  ভক্তদের গাড়ি রাখা নিয়ে কোন সমস্যার মুখে পড়তে হবে না। কেন্দ্র ও রাজ্যের পর্যটন আধিকারিকদের উপস্থিতিতে মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ ভূগর্ভস্থ কার পার্কিংটি উদ্বোধন করেন। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় এই কার পার্কিংটি তৈরি করতে কমপক্ষে নয় কোটি টাকা ব্যয় হয়েছে।

পার্কিংটিতে আড়াইশোর উপর চার চাকার গাড়ি ও প্রায় ২০০টি মোটর সাইকেল  রাখার সুবিধা পাবে ভক্তরা। তবে পার্কিংয়ে গাড়ি রাখার ক্ষেত্রে মঠে আসা ভক্তদের দিতে হবে না কোনও চার্জ।তবে পার্কিংয়ে গাড়ি রাখার ক্ষেত্রে কেউ যদি নিজে থেকে কিছু দান করতে চান সেক্ষেত্রে কোন বাঁধা থাকবে না। মঠ সূত্রে আরও জানা যাচ্ছে, এই পার্কিংয়ের উপর জিম-সহ একাধিক খেলার ব‌্যবস্থা মিলবে ভক্তদের জন্য। তাছাড়াও ছোট ছোট কচিকাঁচাদের জন্য ত্থাকবে শরীর গঠনের সুযোগ। করোনাকালের আগে মঠের উন্নয়নে কেন্দ্র সরকার শপিং মল, বেলুড় মঠ জেটিঘাট ও এই কার পার্কিংয়ের টাকা অনুমোদন করেছিলেন।রাজ্যের সহযোগিতায় পার্কিংয়ের কাজ সম্পূর্ণ হলেও রাস্তা-সহ একাধিক উন্নয়নের কাজ এখনও বাকি বলে মঠ সূত্রে জানা যাচ্ছে।আগামী দিনে জেটি ঘাটের রাস্তা ও পার্কিং জোনের রাস্তাটির উন্নয়নণ করা হবে বলেও জানা যাচ্ছে।

Related Articles