রাজ্যের খবর
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জুটল মার, আহত ৫
Five injured in clash over power disconnection

Truth Of Bengal: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীকে মারধরের অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি ২ নম্বর ব্লকের গাঙটে বৈদ্যপাড়া এলাকায়। ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পোলট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগের বিল দিচ্ছিলেন না তারা। তাই এদিন বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুৎ সংযোগ কাটতে যান। সেইসময় ওই অস্থায়ী কর্মীকে মারধর করা হয়।
অভিযোগ মোট ৫ জনকে লাঠি দিয়ে বেধরক মারধর করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।
এই মুহূর্তে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। দফতর সূত্রে জানা গিয়েছে, যারা আহত হয়েছেন তাঁরা ঠিকাদার সংস্থার কর্মী। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।