দেশরাজনীতিরাজ্যের খবর
Trending

অবশেষে বাংলো খালি করলেন মহুয়া মৈত্র, আইন-আদালতের দ্বারস্থ হয়েও মিলল না সুরাহা …

Finally, Mahua Maitra vacated the bungalow, MPs did not get a solution even after approaching the law court.

The Truth OF Bengal: আইন আদালতের চক্কর কেটে সুরাহা হল না। শেষ পর্যন্ত দিল্লির বাংলো খালি করতে হল তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে। শুক্রবার সকালে দিল্লির সরকারি বাংলো খালি করে দিয়েছেন মহুয়া। এদিন সকালেই সংসদের ডিরেক্টরেট অফ এস্টেটের তরফে একজন কর্মীকে পাঠানো হয়েছিল মহুয়ার সরকারি বাংলোতে। ওই সরকারি কর্মীর হাতেই বাংলোর চাবি তুলে দিয়েছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ। গত মঙ্গলবারই মহুয়াকে বাংলো খালি করার জন্য চূড়ান্ত নোটিস দিয়েছিল ডিরেক্টরেট অফ এস্টেট।

শুক্রবার সকাল ১০ টায় দিল্লির  টেলিগ্রাফ লেনে ৯বি নম্বরের সরকারি বাংলো ছেড়ে দেন বলে জানিয়েছেন মহুয়া মৈত্রের আইনজীবি। প্রসঙ্গত, ৮ই ডিসেম্বর মহুয়ার লোকসভার সাংসদ পদ খারিজ হয় যায়। সাংসদ পদ খারিজ হওয়ার পর লোকসভার বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বাংলো খালি করার নোটিস দিয়েছিল ডিওই।  ৭ জানুয়ারির মধ্যে তাঁকে দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু মহুয়া তা করেননি। কেন এখনও বাংলো খালি করেননি, তিন দিনের মধ্যে তা জানাতে বলে মহুয়াকে নোটিস পাঠায় ডিওই।  এদিকে মহুয়া চেয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর তিনি দিল্লির বাংলো খালি করবেন। তবে ডিওই-র সেই নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করেন মহুয়া।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট প্রাক্তন সাংসদের আবেদন খারিজ করে দেয়। তারপরই এনিয়ে আর আইনি লড়াইয়ে গেলেন না মহুয়া। প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তাঁর সরকারি বাসস্থান থেকে উচ্ছেদ করতে শুক্রবার এস্টেট অধিদপ্তর কর্মকর্তাদের একটি দল পাঠায়। সূত্রের খবর,  তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে উচ্ছেদ করতে দিল্লির বাংলোতে দল পাঠালেও তার আগেই বাংলো ছেড়ে দেন তিনি। ফলে কোনও ভাবেই উচ্ছেদ হয়নি। স্বইচছায় বাংলো ছেড়েছে বলে জানায় মহুয়ার আইনজীবী।

Free Access

Related Articles