তিন মাসে নয়, প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল, গ্রাহক সুবিধার্থে বড় ঘোষণা রাজ্য বিদ্যুৎ দফতরের
Electricity bill will come every month, not in three months, big announcement of the state electricity department for the convenience of customers

The Truth Of Bengal: বর্তমানে ফ্যান লাইট ফ্রিজ এসে থেকে শুরু করে সবকিছুতেই বিদ্যুতের প্রয়োজন। রাজ্যজুড়ে গ্রাহকদের চাহিদা মেটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে WBSEDCL। এবার বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় নয়া ঘোষণা। সাধারণ মানুষকে তিন মাসে একবারে বিল দিতে হতো যা অনেকের কাছেই অতিরিক্ত চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। যে কারণে এবার প্রতিমাসেই আসবে বিল। তিন মাসের মোট বিদ্যুৎ খরচের ওপর গড় বিল পাঠানো হয় কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হয় এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন গ্রাহকরা। CESC- র মতো প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে এতে দেওয়ার সুবিধা তেমনি অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না এই দাবি তুলেছিলেন গ্রাহকরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সবজির দাম নিয়ন্ত্রণে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা মহকুমাশাসকের
এবার গ্রাহক সুবিধার্থে CESC- র মতো প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ দফতর। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইউনিট কারেন্ট ব্যবহার করা হবে শুধুমাত্র তার ওপর হিসেব করে বিল পাঠানো হবে। এর ফলে বিলের অতিরিক্ত হারের বা উচ্চ স্লাবের ইউনিট সার্চ দিতে হবে না। সূত্রের খবর এ মাস থেকে নতুন নিয়ম চালু হবে। প্রসঙ্গত বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মন্তব্য করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নবান্ন থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন সিএসসির বৃদ্ধি রাজ্যের কাছে জানা ছিল না তাই বিদ্যুৎ মন্ত্রীকে CESC- র সাথে কথা বলা নির্দেশ দেওয়া হয়েছে। দাম পরিবর্তন হবে কিনা তা জানা যায়নি।