চন্দ্রযান-৩ আদলে থাকছে পুজোর থিম! দুর্গার মূর্তিতেও থাকছে ধাতুর ব্যবহার,দর্শনার্থীদের মন জয়ে রামজীবনপুর পুজো কমিটি
Durga pujo 2023

The Truth of Bengal: কাশের দোলা আর মেঘের ভেলা.জানান দিচ্ছে পুজো আসছে। বর্ষণ,আবহাওয়ার ভ্রুকূটিকে উপেক্ষা করেই নতুন উদ্যমে উমা আরাধনার প্রস্তুতি চলছে জোরকদমে।দর্শনার্থীদের মনে জায়গা করে নিতে এখন থিম পুজোর চল বেড়েছে।সেই চলতি ধারায় সামিল চন্দ্রকোণার রামজীবনপুর পুজো উদ্যোক্তারাও।আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে বিষয় ভাবনাতেও অভিনবত্বের চমক। ২৩অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩।ভারতের সেই সফল অভিযানের কথাই বাঙালির উত্সবে তুলে ধরতে উদগ্রীব রামজীবনপুরের পুজো উদ্যোক্তারা।
দেওপুর শিবশক্তি ক্লাবের দুর্গাপুজো এবার ১৬ বছরে পড়েছে।তাই পুজোর থিমে রয়েছে একাধিক চমক।চন্দ্রযান ৩ এর আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মন্ডপের ভেতরের অংশ রয়এছে কাঁসা পিতলের ওপর তৈরি একাধিক প্রতিমার চিত্র।কাঁসা পিতলই রামজীবনপুরের ঐতিহ্যের শিল্প। শিল্প ভাবনায় নজর কাড়তে কারুকার্য থেকে মণ্ডপের প্যাকেজিং সবেতেই আলাদা কিছু তুলে ধরার চেষ্টা চলছে।
যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুরের ঐতিহ্য কাঁসা পিতল শিল্প, আর তার জন্যই কাঁসা পিতলের ওপর একাধিক প্রতিমার মূর্তি তৈরি করে মন্ডপের ভেতরের অংশে তা ফুটিয়ে তোলা হচ্ছে।চন্দ্রাযান ৩চাঁদের মাটিতে ল্যান্ড করার ঘটনা বিশ্বের কাছে ভারতের বিজ্ঞান সাধনার সম্মান বাড়িয়েছে।চন্দ্রকোণার শিবশক্তি ক্লাব সেই স্বপ্ন ছোঁয়ার গৌরব গাঁথা বিশ্বজনীন উত্সবের মাধ্যমে তুলে ধরে বিজ্ঞানীদের কুর্নিশ করতে চায়।
Free Access