
Truth Of Bengal: ঝাড়গ্রাম; তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর। জামবনির কনকদুর্গা মন্দির প্রাঙ্গণে ট্যাব ঘুরিয়ে খেল জল। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় এলাকায় ডুলুং নদীর ধারে ঘন জঙ্গলের মধ্যে রয়েছে মা কনক দুর্গার মন্দির। সেই মন্দির প্রাঙ্গণে থাকা কয়েকশো বাঁদর দাপিয়ে বেড়ায়। যখন ভক্তরা ও পর্যটকরা কনক দুর্গা মন্দিরে বেড়াতে যায় তখন তারা খাবারের জন্য ঘুরে বেড়ায়।
ভক্তদের পাশাপাশি পর্যটকরা কলা, আপেল, বিস্কুট তাদের হাসি মুখে খেতে দেয়, তারাও হাত বাড়িয়ে নেয়। ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল কনক দুর্গা মন্দির প্রাঙ্গণ। সেই কনক দূর্গা মন্দিরে থাকা কয়েকশো বাঁদর প্রচন্ড গরমে কাহিল হয়ে পড়ছে। তীব্র গরমে তৃষ্ণার্ত বাঁদর কনক দূর্গা মন্দির প্রাঙ্গনে থাকা ট্যাপ ঘুরিয়ে জল খাচ্ছে, এমনই ছবি শুক্রবার ধরা পড়লো, আমাদের ক্যামেরায়।
তবে কনক দুর্গার মন্দিরে আসা ভক্তদের পাশাপাশি পর্যটকদের তারা কোন ক্ষতি করেনি, হাসিমুখে গোটা এলাকা দাপিয়ে বেড়ায়। প্রতিদিন বহু মানুষ কনক দূর্গা মন্দিরে যায় মায়ের পূজো দিতে এবং বেড়াতে। তারা মন্দির প্রাঙ্গণে থাকা বাঁদরের সাথে আনন্দে মেতে ওঠে। কিন্তু তারা গরমে কাহিল হয়ে পড়ছে। তাই কনক দুর্গা মন্দির প্রাঙ্গণে থাকা ট্যাব ঘুরিয়ে জল খাচ্ছে বাঁদরের দল।