রাজ্যের খবর
কংগ্রেসে ভাঙন, ২ পঞ্চায়েত সদস্য ঘাসফুলে
Disruption in Congress, 2 panchayat members in Ghasphule

The Truth Of Bengal, অভিষেক দাস, মালদা:- ফের খুশির জোয়ার ঘাসফুলে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করলেন দুই মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা।
আগামি ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় প্রার্থী ঘোষণার কিছু দিনের মধ্যেই মালদা জেলার কালিয়াচক ৩ ব্লকের কংগ্রেস দলের দুই মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট এলাকার দলীয় কার্যালয়ে কংগ্রেসের দুই মহিলা পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের পাতাকা তুলে দেন বিধায়িকা চন্দনা সরকার। লোকসভা নির্বাচনের আগে দুই পঞ্চায়েত সদস্যা এবং তার বেশ কিছু অনুগামীদের তৃণমূলে যোগদানের ঘটনায় অসস্তি বাড়িয়েছে কংগ্রেসকে।
FREE ACCESS