রাজ্যের খবর

‘আইন যারা হাতে তুলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে’! সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য ডিজির

DG Rajib Kumar comment on Sandeshkhali Case

The Truth of Bengal: সন্দেশখালির ঘটনা নিয়ে কড়া রাজ্য প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন গঙ্গাসাগর মেলা পরিদর্শনে গিয়ে জানালেন, “সন্দেশখালির ঘটনায় যারা আইন হাতে তুলেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে”।এদিন গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালি ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

অন্যদিকে, সোমবার সকালে প্রায় ৪০ মিনিট রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক হয় CRPF বেঙ্গল সার্কেল-এর আইজির সঙ্গে। ঘটনার দিন কী পরিস্থিতি হয়েছিল, তা জানতে চান রাজ্যপাল। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে তাঁরা কি পদক্ষেপ নেবেন, সেটাও জানতে চান বোস। শুধু তাই নয়, এদিন রাজভবনে ডেকে পাঠানো হয় ইডি আধিকারিকদেরও। তাঁদের সঙ্গে বৈঠকে বাড়তি বাহিনী থাকবে কিনা, তা জানতে চান সিভি আনন্দ বোস। পাশাপাশি রেশন দুর্নীতি প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনার পর থেকে শেখ শাহজাহানের খোঁজে তদন্ত শুরু করেছে ইডি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। বিভিন্ন বিমানবন্দর, স্টেশনে শুরু হয়েছে বারতি নজরদারি। তারপরেও এখনও অধরা শেখ শাহজাহান। অন্যদিকে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করে শাহজাহানের পরিবার।

Free Access

Related Articles