রাজ্যের খবর

খেলার মাঠ থেকে উদ্ধার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

Dead bodies recovered from the playground

The Truth Of Bengal : বর্ধমানে ২৪ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জুড়ে এই রহস্যজনক মৃত্যু বর্ধমান এ ডি এন দাস স্কুলের সংগ্রহ এলাকায় একটি খেলার মাঠ থেকে উদ্ধার হয়। যদিও মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি|

তবে এলাকা সূত্রে জানা যায় একজন টোটো চালক তার সকালে মৃতদেহ মাঠের মধ্যে পড়ে থাকতে থেকে এলাকার মানুষজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়, কাঞ্চননগর তেলিপাড়ায় খেলার মাঠের পাশে জংগলের ধারে দেহ উদ্ধ্যার ঘিরে চাঞ্চল্য। ঘটনা স্থলে বিধায়ক খোকন দাস,আসেন কাউন্সিলর মানিক দাস।

পুলিশ দেহ নিয়েজাই ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পুলিশের প্রাথমিক অনুমান ঠান্ডায়  হার্ট ষ্টোক করে মৃত্যু হতে পারে। তবে দেহের ময়না তদন্তে কারন জানা যাবে আসল কারণটি কি। মৃত ব্যক্তির নাম নব কুমার মন্ডল।

 

FREE ACCESS

Related Articles