রাজ্যের খবর
লোকালয়ে ঢুকে পড়ল দাঁতাল, আতঙ্ক শিলিগুড়িতে
Dantal entered the locality, panic in Siliguri

The Truth Of Bengal: শিলিগুড়িতে ভোলামোড় এলাকায় ঢুকে পড়ল একটি দলছুট হাতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, শনিবার শিলিগুড়ির ভোলামোড় এলাকায় হঠাৎ একটি দলছুট হাতি জঙ্গল থেকে ভোলামোড় এলাকায় ঢুকে পড়ে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা।
এরপর গোটা এলাকায় বন কর্মীদের মোতায়েন হয়েছে। যদিও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে হাতিটিকে সন্ধ্যা নাগাদ জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। অপরদিকে হাতি দেখতে ভীড় জমান সাধারণ মানুষ। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
FREE ACCESS