হাতে শস্য বীমা ফর্ম, বীরভূমের গোহালিয়াড়ায় পঞ্চায়েতে ভিড় সাধারনের
Crop insurance forms in hand, crowd at Birbhum's Gohaliyara panchayat

Truth Of Bengal: বীরভূম : পার্থ দাস : শস্য বীমা ফর্ম জমা দেওয়ার জন্য ভীড় দুবরাজপুর ব্লকের গোয়ালিয়াড়া পঞ্চায়েতে। এমনটাই দেখা গেল বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালিয়াড়া পঞ্চায়েতে। এবছর তেমন বৃষ্টি হয়নি। যে টুকু চাষ হয়েছে সবই বৃষ্টির জলের উপর নির্ভর করে। আবার ধান রোপণ করলেও পর্যাপ্ত বৃষ্টি নেই। তাই এলাকার বহু চাষী লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন।
এলাকার চাষী নিমাই মণ্ডল, কাঞ্চন মণ্ডলরা জানান ঠিক মতো চাষ হয়নি। সরকার শস্য বীমা দিলে তারা উপকৃত হবেন। এরকম বীরভূমের প্রতিটি পঞ্চায়েতেই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই শস্য বীমা যোজনার আওতায় আসতে চাষীদের সকল দরকারি নথিপত্র জমা দিতে হয়। এতে আবেদন করার জন্য পঞ্চায়েতে ইতিমধ্যে ফ্রম জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। কৃষকরা ভিড় জমিয়েছে এই ফর্ম জমা দেওয়ার জন্য। শস্য বীমা যোজনায় নিজেদের নাম অন্তরভুক্ত করার জন্যই তারা ভিড় করছেন।
পশ্চিমবঙ্গ সরকার চাষীদের কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চাষীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও করেছেন। তাই এই প্রকল্পের সুবিধা নিতে বহু কৃষক ইতিমধ্যে ভিড় জমিয়েছে গোয়ালিয়ারা পঞ্চায়েতের সামনে।