রাজ্যের খবর

আরজি কর কান্ডে দোষীর ফাঁসির দাবিতে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের

College students protest demanding hanging of convict in RG tax case

Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর এর তেতুলিয়া শহীদ নুরুল ইসলাম কলেজে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকর কান্ডে দোষীর শাস্তির দাবিতে তেতুলিয়া শহীদ নুরুল ইসলাম কলেজের গেটের সামনে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র-ছাত্রীদের একটাই দাবি, অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে।

পড়ুয়ারা বলেন, এই মামলা সিবিআই এর হাতে হস্তান্তর হয়েছে আজ ১৬ দিন। এখন পর্যন্ত সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। রাজ্য সরকার যে একজনকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায় ছাড়া সিবিআই আর কাউকে ধরতে পারিনি। অবিলম্বে সিবিআই দোষীদের গ্রেফতার করুক এবং কোর্ট তাকে ফাঁসিতে ঝোলাক। এই দাবি করেন শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা।

প্রসঙ্গত, তিলোত্তমার বিচারের দাবিতে সমাজের যখন সব স্তরের মানুষজন রাস্তায় নামছে তখন পিছিয়ে নেই বৃহন্নলারা। খড়গপুরে পথে নামল খড়গপুর বৃহন্নলা গোষ্ঠীরা! এদিন খড়গপুর শহরের খরিদা থাকে মালঞ্চা অতুলমণি স্কুল পর্যন্ত মিছিল করে তারা। খড়গপুরের বৃহন্নলা গোষ্ঠী একত্রিত হয়ে দাবি তোলে কলকাতার আরজি কর ঘটনায় জড়িত ধর্ষকের ফাঁসি এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলের শাস্তি চাই। আগামী দিনে ধর্ষকদের জন্য ফাঁসির ব্যবস্থা ক‍রতে হবে।

Related Articles