গঙ্গার জলে প্লাবিত চুঁচুড়া পুরসভা, নৌকার সাহায্যে চলছে রাস্তা পারারার
Chunchura municipality flooded by Ganga water, the road is running with the help of boats

Truth Of Bengal : হুগলী, রাকেশ চক্রবর্তী : ডিভিসির জলে বন্যা হয়েছে আরামবাগ মহকুমায়। চুঁচুড়া পুরসভা এলাকাতেও গঙ্গার জলে প্লাবন এল। অতিবৃষ্টির জেরে জলাধার গুলো থেকে জল ছাড়া হয়েছে। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে দক্ষিনবঙ্গের কয়েকটি জেলা। হুগলির আরামবাগ খানাকুল পুরশুড়া তারকেশ্বর জাঙ্গিপাড়া সহ একাধিক গ্রামীন এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসির ছাড়া জলে ম্যান মেড বন্যা হয়েছে।
গঙ্গার জলে প্লাবিত চুঁচুড়া পুরসভা, নৌকার সাহায্যে চলছে রাস্তা পারারার pic.twitter.com/HnmkWFaD1v
— TOB DIGITAL (@DigitalTob) September 19, 2024
ডিভিসির খাল উপচে জল গঙ্গায় মিশছে।ভরা কোটালের জলে প্লাবিত হয়েছে চুঁচুড়া পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের চাঁদনিঘাট,কালিতলা,চকবাজার জেলেপারা সহ গঙ্গা তীরবর্তি এলাকা।ঘরের ভিতর জল ঢুকেছে।এক কোমর জল ভেঙে ঘরের জিনিস বাইরে নিয়ে যাচ্ছে বাসিন্দারা। নৌকা করে চলছে নিত্য কাজ। স্থানীয় কমিউনিটি হলে উদ্ধার করে কয়েকটি পরিবারকে রাখা হয়েছে পুর প্রশাসনের পক্ষ থেকে। চেয়ারম্যান অমিত রায় ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।