কলকাতারাজ্যের খবর

ঘূর্ণিঝড় ‘দানা’র সামগ্রিক পরিস্থিতি এবং উদ্ধারকার্য নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Chief Minister's order to reach adequate relief

Truth Of Bengal, Barsa Sahoo : ঘূর্ণিঝড় ‘দানা’র গতিবিধি নজরে রাখতে রাতভর নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরেও আপাতত সেখানেই রয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, সকাল থেকে একাধিক বার নিজের ১৪ তলার দফতর থেকে কন্ট্রোল রুমে নেমে এসে দুর্যোগ-পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি ঘূর্ণিঝড় ‘দানা’র সামগ্রিক পরিস্থিতি এবং উদ্ধারকার্য নিয়ে সাংবাদিক বৈঠক করেন।

  • অনেক জায়গায় কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বৃষ্টির দাপট রয়েছে। অনেকেই রিলিফ ক্যাম্পে রয়েছেন। জল সরলে তবে অ্যাসেসমেন্ট হবে: মুখ্য সচিব
  • বঙ্কিম হাজরা থেকে আমি রিপোর্ট নিয়েছি। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে জল ঢুকে গেছে। ‌ আমি কুলটির এমএলএ-র সঙ্গে কথা বলেছি। ‌আমি মানষ ভুঁইয়ার সঙ্গে কথা বলেছি। কেশিয়াড়ির এমএলএ সঙ্গে কথা বলেছি : মুখ্যমন্ত্রী
  • দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার গোসাবা- সন্দেশখালি উত্তর ২৪ পরগনার-বসিরহাট সাব ডিভিশনে বৃষ্টি হয়েছে। বাঁকুড়াতেও বৃষ্টি হয়েছে। হাওড়া হুগলি কলকাতার অবস্থাও একই  : মুখ্যমন্ত্রী
  • বৃষ্টি শেষ হয়ে গেলে তারপর সার্ভে করতে হবে। চাষের জমি যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা কত ইন্সুরেন্স পাবে। মাটির বাড়ি যেখানে ভেঙে পড়েছে তাদের ব্যাপারেও খতিয়ে দেখতে হবে। ৪৮ ঘন্টা পরে সার্ভেটা করতে হবে : মুখ্যমন্ত্রী
  • মেডিকেল ক্যাম্প করতে হবে। ‌ কারণ ডেঙ্গু হবে। ‌ সাপে কাটার ওষুধ পর্যাপ্ত থাকতে হবে। যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মেরামতি করতে হবে। ‌ গাছগুলো পড়ে গেলে দেখে নিতে হবে সেগুলো যদি রাগিয়ে দেওয়া যায় আবার কিন্তু বেঁচে থাকে।
  • কোন শিশুর বই যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখতে হবে। যতক্ষণ না কেউ বাড়িতে ফিরে যেতে না পারছে ততক্ষণ রিলিফ ক্যাম্প চলবে : মুখ্যমন্ত্রী
  • উত্তরবঙ্গেও কিছু জেলায় বৃষ্টি হবে।
  • টেলি মেডিসিনের সাহায্য নিতে হবে।
  • বর্ষার জল খাওয়ার জলের সাথে মিশে গেলে সমস্যা হবে। ‌পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিএইচই -এর জলের ট্যাঙ্ক পাঠাও : মুখ্যমন্ত্রী
  • ম্যালেরিয়ার প্রকোপ যেখানে সেখানে মশারি দিতে হবে। জানালেন মুখ্যমন্ত্রী
  • সামনে কালীপুজো রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • অনেক জায়গায় পলি জমে জল বেরোতে পারছে না। জেলা শাসকদের বিষয়টা দেখতে হবে। বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী

  • সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান এর কথা বলেছি বারবার।
  • ঝাড়খণ্ডের বৃষ্টি হলেই ডিভিসি জল ছেড়ে দিচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা অলরেডি করেছি।
  • পর্যাপ্ত ত্রাণ সাধারণ মানুষের জন্য রাখতে হবে।
  • এই দুর্যোগে একজন মারা গিয়েছে খবর পেয়েছি। নিজের বাড়িতে তিনি মারা গিয়েছেন। সত্যি এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা।
  • বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা বললাম… দুর্যোগে ভালো করে কাজ করতে হবে। গ্রামের অনেক রাস্তা ভেঙ্গে যেতে পারে। সেটা দেখতে হবে। ক্যাম্পে যতদিন মানুষ থাকবে ততদিন যেন পর্যাপ্ত ত্রাণ খাবার পায়।

কালী পুজো সম্পর্কে কী জানালেন মুখ্যমন্ত্রী?

  • বেআইনি বাজি। কেউ যেন দুষ্টুমি করে বেআইনি বাজি ব্যবহার করতে না পারে তার জন্য পুলিশকে তাদের ইন্টালিজেন্স আরো বাড়াতে হবে। কালী পুজোয় সতর্ক থাকতে হবে প্রশাসনকে। এ ব্যাপারে যেন কোন দাঙ্গা না করতে পারে কেউ।
  • ছট পুজায় ঘাট গুলো পরিষ্কার করতে হবে পর্যাপ্ত লাইট রাখতে হবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে সতর্কতার মধ্যে দুর্যোগ পরিস্থিতি নজরে রাখতে রাতভর নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন তিনি, তদারকি করছেন পরিস্থিতির।

নবান্নের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে বারবার নিজের ১৪ তলার দফতর থেকে কন্ট্রোল রুমে গিয়ে দুর্যোগ পরিস্থিতির আপডেট নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, তিনি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, যাতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা যায়।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ। প্রশাসনও এই সংকটের সময় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

Related Articles