সমস্যা সমাধান সাইকেলে চড়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ান মালদা পুরসভার চেয়ারম্যান
Chairman of Malda municipality rode a bicycle to solve the problem from ward to ward

The Truth of Bengal: সাইকেলে চড়ে ওয়ার্ডে ওয়ার্ডে চষে বেড়ান পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি নাগরিকদের সঙ্গে কথা বলেন।ডেঙ্গি থেকে জনতার নিত্যদিনের সব সমস্যা নিজের মুখে শোনেন স্বয়ং চেয়ারম্যান কার্তিক ঘোষ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো সাদামাটা জীবন চর্চায় অভ্যস্ত হয়ে উঠছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা।
ভোটে জেতার পর ৩৬৫দিন মানুষের জন্য কাজ করার পণ করেন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।দিনরাত এককরে সবার সেবায় নিজেকে যুক্ত করেছেন তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মানুষের দুঃসময়ের বন্ধু হয়ে উঠেছেন তিনি।পরিবেশবান্ধব সাইকেলে করে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নাগরিকদের সঙ্গে জনসংযোগ করছেন এই পুর-চেয়ারম্যান। ডেঙ্গি রোগ নিয়ে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সচেতন করেন তিনি।, এলাকা পরিষ্কার রাখা, নোংরা, আবর্জনা – জঞ্জাল মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে তাঁর সাইকলের ধীর গতিতে এগিয়ে চলে এক পাড়া থেকে অন্য পাড়ায়।মনের মানুষ হয়ে ওঠেন সবার।অনেকেই ক্ষমতায় এলে নিজেকে ক্ষমতাশালী মনে করেন,মনে করেন কেল্লাফতে হয়ে গেছে,সেই পথে অবশ্য হাঁটেন না জনদরদী এই জনপ্রতিনিধি।
উল্লেখ্য, বিভিন্ন ওয়ার্ডে মশার লার্ভা নষ্ট করতে নিকাশী নালাগুলোতে গাপ্পী মাছ ছাড়া হয়, কারণ বর্ষার মরশুমে যাতে ডেঙ্গি কামড় না বসায়।তাই মশার উপদ্রব কমাতেও রোগ দমনের বার্তা নিয়ে সাইকেলে চড়ে নাগরিকদের মধ্যে প্রচার চালাচ্ছেন খোদ চেয়ারম্যান।তৃণমূল কংগ্রেসের পুর চেয়ারম্যানের এই মাটির মানুষদের অন্দরমহলে পৌঁছে যাওয়ার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নাগরিকসমাজ।
গত একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন , নিজদের এলাকায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করতে , মানুষের সমস্যা শুনতে ,তাই নেত্রীর নির্দেশ মেনেই এভাবে সাইকেলে চড়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এলাকাবাসীর সমস্যার সুরাহা করছেন এই পুরচেয়ারম্যান।সেবাব্রত নিয়ে সাইকেলে চড়ে পুরঅঞ্চল দাপিয়ে বেড়াচ্ছেন কার্তিক ঘোষ।যিনি এখন অন্য পুরসভার কাছে উপযুক্ত প্রেরণা।