কলকাতারাজ্যের খবর

মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিন জায়গায় হানা কেন্দ্রীয় সংস্থার

Central organization attacked three places with central forces on Tuesday

The Truth of Bengal: মঙ্গলবার সকাল সকাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিন জায়গায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা। জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডি হানা শহরে।

মঙ্গলবার সাঁকরাইল ডেল্টা জুটমিলে ও বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি।  কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসেও তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা।

এর আগে পিএফের টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। ২১ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা। সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছে ED।

Related Articles