উচ্চ মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি এবং মেটাল ডিটেক্টর
CCTV and metal detectors will be installed in every Higher Secondary examination center

Truth Of Bengal: প্রতি বছরই টুকলির মতো অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে পরীক্ষা কেন্দ্রে। আগামী ৩ রা মার্চ থেকে শুরু হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে না প্রবেশ করতে পারে তার জন্য প্রতিটা পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় টুকলি রুখতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভ ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পরেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবে পরীক্ষার্থীরা। আশা করা হচ্ছে এর মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে মোবাইল, স্মার্ট ওয়াচ বা অন্য ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা আটকানো সম্ভব হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে উত্তরবঙ্গ সফর করেন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
শনিবার শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক দের মুখমুখি হয়ে তিনি বলেন , “মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরবঙ্গের প্রধান পরীক্ষকদের নিয়ে শিলিগুড়িতে মিটিং এর জন্য আসা। গতকাল শিলিগুড়িতে মিটিং এর পর বেশ কয়েকটি বিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী কয়েকটি বিদালয়ে ঘুরে আজকে শালবাড়ি উচ্চ বিদালায়ে আসা। এবছর মোট ২০৮৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট প্রায় পাঁচ লক্ষ আট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
এরমধ্যে ১৩৬ টি পরীক্ষা কেন্দ্র সেনসিটিভ । পাশাপাশি বনাঞ্চল লাগোয়া। এলাকায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেবিষয়ে বনদপ্তরের সাথে কথা হয়েছে। প্রতিতা পরীক্ষা কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে এবং সিসিটিভি থাকবে। যাতে পরীক্ষার্থীরা কোন ভাবে মোবাইল বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে করে নিয়ে যেতে না পাড়ে।“ এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে শালবাড়ি উচ্চ বিদালয়ের পক্ষ থেকে বরন করে নেওয়া হয়। এদিন শিক্ষা সংসদের সভাপতির সাথে ছিলেন ডেপুটি সেক্রেটারি (এক্সামিনেশন)। উৎপল কুমার বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি (উত্তরবঙ্গ) আশক কুমার মণ্ডল, জেলা উচ্চ মাধ্যমিক জয়েন্ট কনভেনার ভৈরব মণ্ডল সহ অনেকেই।